নাটোরে জামায়াত নেতাকে ‘অস্ত্র ঠেকিয়ে অপহরণ’

নাটোর থেকে ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা এক জামায়াত নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন পরিবারের লোকজন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2019, 12:13 PM
Updated : 29 May 2019, 12:13 PM

মঙ্গলবার ভোরে বড়াইগ্রাম উপজেলার চান্দাই এলাকা থেকে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায় বলে জানান তার স্ত্রী খাদিজাতুল কোবরা।

আব্দুল হান্নান (৩৫) নামের ওই ব্যক্তি ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর লক্ষ্মীপুর শাখার প্রশাসনিক কর্মকর্তা।

তিনি রাজশাহীর বোয়ালিয়া থানা জামায়াতের সাবেক সেক্রেটারি এবং বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুল হাই মাস্টারের ছেলে।

এ ঘটনায় খাদিজাতুল কোবরা বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে তিনি অভিযোগ করেন, সোমবার রাত ১২টার দিকে বাড়ির পেছনের দরজা দিয়ে দুইটি মোটরসাইকেলে ৪ থেকে ৫ জন সাদা পোশাকধারী ব্যক্তি বাড়ির ভিতরে প্রবেশ করে। তারা মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাদশাকে তুলে নিয়ে যায়।

এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খাদিজার অভিযোগ।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, “বিষয়টি শুনেছি। আব্দুল হান্নান বাদশার সন্ধান পেতে পুলিশ যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”