সুন্দরবনে র‌্যাবের গুলিতে চার ‘বনদস্যু’ নিহত

সুন্দরবনের জোংড়ার খালে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু দল হাসান বাহিনীর প্রধানসহ চারজন নিহত হওয়ার খবর দিয়েছে র‌্যাব। 

বাগেরহাট প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2019, 05:31 AM
Updated : 29 May 2019, 05:36 AM

মঙ্গলবার গভীর রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-৮ এর ল অফিসার (ট্রেনিং কমিউনিকেশন্স) অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলামের ভাষ্য।

র‌্যাব বলছে, নিহতদের মধ্যে হাসান ‘জলদস্যু’ হাসান বাহিনীর প্রধান। সে সাগরে ও সুন্দরবনের নির্ভরশীল জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাজুল বলেন, জোংড়ার খাল এলাকায় র‌্যাব সদস্যদের টহলের সময় একদল জলদস্যু তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পরে মাছ ধরা জেলেরা নিহতদের মধ্যে একজনকে জলদস্যু হাসান বাহিনীর বলে সনাক্ত করে।”

এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানায়।