সিরাজগঞ্জে ভিজিডির চাল উদ্ধার, আটক ২

হতদরিদ্রদের মধ্যে বিতরণের সরকারি ভিজিডির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে; এ সময় বিপুল পরিমাণ চাল উদ্ধারও করা হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2019, 05:26 PM
Updated : 28 May 2019, 05:26 PM

সিরাজগহ্জের তাড়াশ ও সদর উপজেলা প্রশাসন মঙ্গলবার এ অভিযান চালায় বলে এ দুই উপজেলা প্রশাসন জানায়।

আটকরা হলেন সদরের মিরপুর মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে আবু সিদিকী (৪৯) ও একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে আব্দুস ছালাম (৪৫)। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন, ভিজিডির চাল বিক্রি হয়েছে খবর পেয়ে শহরের মিরপুর মহল্লার এস এস ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়।

“সেখান থেকে ৮৭৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।”

এ ঘটনায় জড়িত থাকায় আবু সিদ্দিকী ও সালামকে আটক করা হয়; তারা অভিযানে অংশ নেওয়া র‌্যাব সদস্যদের হেফাজতে রয়েছেন বলে তিনি জানান।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, গোপন সংবাদ পেয়ে বিকালে উপজেলা এলএসডির পাশে অবস্থিত বেলাল হোসেনের গুদামে অভিযান চালানো হয়।

“সেখান থেকে ভিজিডির চালসহ সরকারি ৪৭৫ বস্তা চাল উদ্ধার করা হয়।”

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।