হবিগঞ্জ পৌর উপ-নির্বাচন: ৭ মনোনয়নপত্র বৈধ

হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকায় গড়মিল থাকার কারণে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2019, 02:09 PM
Updated : 28 May 2019, 02:09 PM

মঙ্গলবার বিকালে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে এ ঘোষণা দেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি বলেন, গত সোমবার (২৭ মে) মনোনয়নপত্র দাখিলের শেষে দিনে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ যাচাই-বাছাই শেষে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত দলের পৌর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দলের জেলা সাংগঠনিক সম্পাদক মর্ত্তুজ আলী, পৌর সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ তারেক উদ্দিন সুমন, স্বতন্ত্র জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু ও গাজী পারভেজ হাসান।

নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন খান বলেন, আব্দুল্লাহ আল কাফি ফুজায়েলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আপিলের সুযোগ রয়েছে।

আগামী ২৪ জুন এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।