লালমনিরহাটে গ্রেপ্তারের পর পুলিশের গুলিতে আহত ১

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের গুলিতে মাদক মামলার এক আসামি আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2019, 07:19 AM
Updated : 27 May 2019, 07:19 AM

আহত আবুল কালাম আজাদ (৩৭) উপজেলার উত্তর জাওরানী গ্রামের শামসুল হকের ছেলে। তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, “রোববার রাতে মাদক ব্যবসায়ী ছয় মামলার মামলা আজাদকে ৫০টি ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে নিয়ে উপজেলার প্রাণনাথ পাটিকাপাড়ায় মাদক উদ্ধার করতে যায়।

“তার সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আজাদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে আবুল কালাম আজাদ দুই পায়ে গুলিবিদ্ধ হন। তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”

এছাড়া এ সময় পুলিশের এসআই মিজানুর রহমান মিজান ও কনস্টেবল জাহিদুল ইসলাম জাহিদ আহত হলে হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি ওমর ফারুক।