গাজীপুরে সিলিন্ডারের বিস্ফোরণে গার্মেন্টসে অগ্নিকাণ্ড, নিহত ১

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফেরণে একটি পোশাক কারখানায় আগুনে দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2019, 05:52 PM
Updated : 26 May 2019, 05:52 PM

সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় ‘স্মোক সোয়েটার কারখানায়’ রোববার বিকালে এ অগ্নিকাণ্ড হয়।

নিহত মো. ফরহাদ (৩০) চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠানালা গ্রামের ইকবাল চৌধুরীর ছেলে।

আহতরা হলেন ফরহাদের সহযোগী আব্দুল কাদের ও শাহ আলম (২৫) এবং কারখানার শ্রমিক নূরুল আলম (২৫)।

জয়দেবপুর ফায়র স্টেশনের স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, সন্ধ্যা ৬টার দিকে কারখানার বিকল এসির কমপ্রেসারে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।

“জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

আগুনে দগ্ধদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ারসময় পথেই ফরহাদের মৃত্যু হয় বলে জাকির জানান।

আগুনে কারখানার বিপুল মালামাল ভস্মীভূত হয় বলেও তিনি জানান।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, বিকল এসির কমপ্রেসারে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে কারখানার আশপাশে পানি ছিল না। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উল্টো পাশ থেকে পানি এনে আগুন নেভাতে সময় লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।