সাতক্ষীরা মেডিকেলের বস্তা বস্তা ওষুধ মাটিচাপা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মাটিচাপা দেওয়া অন্তত ১০ বস্তা সরকারি ওষুধসহ নানা চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 03:38 PM
Updated : 25 May 2019, 04:24 PM

শনিবার হাসপাতালের সেপটিক ট্যাংকের পাশে বিশেষ কায়দায় মাটিচাপা দেওয়া এসব ওষুধ ও সরঞ্জাম পাওয়া যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ওষুধগুলো আমার জব্দ করেছি। তবে কী কারণে মাটিতে পুঁতে রাখা হয়েছিল তা তদন্ত না বলা যাবে না।”

গজ-ব্যান্ডেজগুলো টাটকা এবং বেশিরভাগ ওষুধের মেয়াদ রয়েছে বলে তিনি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের সেপটিক ট্যাংকের পাশে প্রায় ১০ বস্তা বিভিন্ন ধরনের ওষুধ ও গজ ব্যান্ডেজসহ নানা ধরনের চিকিৎসা সরঞ্জাম কবরের মতো করে মাটিচাপা দেওয়া ছিল। সকালে ঝড় ও বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে ওষুধের বস্তাগুলো বের হয়ে পড়ে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান আলী বলেন, তিনি বিষয়টি জেনেছেন। তিনি এ হাসপাতালে দায়িত্বে আসার পর এ ঘটনা ঘটেনি। তার যোগদানের আগে এ ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তার ধারণা।