গুড়ে আরশোলা-কেল্লো, কারখানা মালিকের জরিমানা।

টিকটিকি, আরশোলা, কেল্লো, মাছিসহ নানা পোকামাকড়সহ নোংড়া পরিবেশে গুড় তৈরির অভিযোগে কুষ্টিয়ায় এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 02:24 PM
Updated : 25 May 2019, 02:24 PM

শনিবার খোকসা উপজেলার ডাকবাংলা সড়কে ‘দিলিপ ট্রেডার্স’ নামের গুড় কারখানায় অধিপ্তরে সহকারী পরিচালক সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

তল্লাশিকালে কারখানা মালিক রাজু কুমার বিশ্বাসের গুদামে রাখা গুড়ে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে বলে সেলিমুজ্জামানের ভাষ্য।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকরী পরিচালক সেলিমুজ্জামান বলেন, দিলিপ ট্রেডার্সের স্বত্তাধিকারী রাজ কুমার বিশ্বাসের গুড় তৈরি কারখানায় অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি হয়।

“গুড়ের মধ্যে টিকটিকি, আরশোলা, কেল্লো, মাছিসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়। এই গুড় খাওয়ার অযোগ্য।”

তিনি বলেন, বাজার থেকে ক্রেতা বা ভোক্তা সাধারণ এসব কিনে প্রতারিত হচ্ছেন বা ঠকছেন, যা ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার সুস্পষ্ট লংঘন। তাই কারখানা মালিক থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে কুষ্টিয়া জেলা ও উপজেলার সেনেটারী ইনেসপেক্টর এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।