নরসিংদীর শৌচাগারে ২ শিশুকে হত্যা করেন বাবা: পুলিশ

নরসিংদী লঞ্চঘাটের শৌচাগারে দুই শিশুমেয়েকে তাদের বাবা হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 01:14 PM
Updated : 25 May 2019, 02:15 PM

জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, শফিকুল ইসলাম নামে এই বাবা তাদের হত্যার কথা স্বীকার করেছেন।

শফিকুল জেলার মনোহরদী উপজেলার পূর্ব চালাকচর গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাত ৯টার দিকে নরসিংদী লঞ্চঘাটের শৌচাগার থেকে তার মেয়ে নুসরাত জাহান তাইন (১০) ও তানিশা তাইয়েবার (৪) লাশ উদ্ধার করে পুলিশ।

শফিকুলকে জিজ্ঞাসাবাদ ও পরিবারের বরাতে পুলিশ সুপার বলেন, “শফিকুল মানসিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার তিনি তার দুই মেয়েকে নিয়ে মনোহরদী থেকে শিবপুরে ডাক্তার দেখাতে নিয়ে আসেন।

“ডাক্তার না থাকায় নরসিংদী সদরে ঘুরতে আসেন মেয়েদের নিয়ে। পরে বড় মেয়ের আবদার অনুযায়ী নরসিংদী কাউরিয়াপাড়া নতুন লঞ্চঘাট দেখতে আসেন।”

শফিকুলের কথাবার্তায় ‘নানা রকমের অসঙ্গতি’ পেয়েছেন জানিয়ে পুলিশ সুপার বলেন, “মেয়েদের লেখাপড়ার খরচ না দিতে পারা, আবদার মেটাতে না পারা—সব মিলিয়ে মানসিক হিতাহিত জ্ঞান হারিয়ে লঞ্চঘাটের একটি টয়লেটে নিয়ে প্রথমে ছোট মেয়েকে, পরে বড় মেয়েকে একই টয়লেটে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে চলে যান।”

পরে এই বাবা লাশ নিতে চাইলে তার কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। তাকে তখন আটক করা হয় বলে জানান পুলিশ সুপার।