নওগাঁয় আম পাড়া শুরু, ৩০০ কোটি টাকা কেনাবেচার লক্ষ্য

নওগাঁয় আম পাড়া শুরু হয়েছে। এ জেলায় এ বছর প্রায় ৩০০ কোটি টাকার আম কেনাবেচা হবে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2019, 04:06 PM
Updated : 24 May 2019, 04:06 PM

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজিত কুমার মল্লিক বলেন, এ বছর পোরশায় গোপালভোগ পাড়ার মধ্য দিয়ে নওগাঁয় আম পাড়া উদ্বোধন করা হয়েছে। এবার ভাল ফলন হওয়ায় এ জেলায় প্রায় ৩০০ কোটি টাকার আম কেনাবেচা হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বড় মাদ্রাসার পাশের আমবাগানে আনুষ্ঠানিক এই উদ্বোধন ঘোষণা করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, খাদ্যকর্মকর্তা শওকত জামিল প্রধান, পোরশা আম সমিতির সভাপতি আব্দুস সামাদ শাহ্, সম্পাদক মোস্তফা শাহ, বাহারী বাজার অনলাইন আম ব্যবসায়ী মাসুদ পারভেজ, পোরশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রইচ উদ্দিনসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, একই সময় জেলার সাপাহার, নিয়ামতপুরসহ ১১ উপজেলায় আম নামানো শুরু করেন বাগানমালিকরা।

নায্য দাম নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের নজরদারি দাবি করছেন সাপাহারের বাগানমালিক আতাউর রহমানসহ অন্য ব্যবসায়ীরা ।