জীবননগরে ২১টি স্বর্ণের বারসহ নারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২১টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 12:19 PM
Updated : 23 May 2019, 12:19 PM

ঝিনাইদহের খালিশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি সদস্যরা বৃহস্পতিবার জীবননগরের গহেশপুর সীমান্তের পিচমোড় এলাকায় এ অভিযান চালায় বলে বিজিবি জানিয়েছে।

আটক মাবিয়া আক্তার (৪০) জীবননগরের গহেশপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক কামরুল হাসান বলেন, গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে মাবিয়া আক্তারকে আটক করে। তার কাছ থেকে ২১টি স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক স্বর্ণের ওজন ১৪৯ ভরি ৩ আনা এক রতি এবং দাম ৬৬ লাখ ৩৯ হাজার ৬৪৩ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

কামরুল আরও জানান, মাবিয়া স্বর্ণের বারসহ পীচমোড় সড়ক দিয়ে ভ্যানযোগে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকালে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।