ফরিদপুরে প্রতারণার অভিযোগে আটক ৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 11:47 AM
Updated : 22 May 2019, 11:47 AM

র‌্যাব ৮-এর ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান জানান, উপজেলার জঙ্গলপাশা গ্রামে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ওই গ্রামের আক্কাস মীরের ছেলে রেজাউল মীর (৩৫), আব্দুস সামাদ মীরের ছেলে রনি মীর (২৫), লোকমান মীরের দুই ছেলে মিজান মীর (৩২) ও সোহাগ (২২)।

র‌্যাব কর্মকর্তা ইফতেখারুজ্জামান বলেন, “দীর্ঘদিন ধরে এই চক্রটি দেশের বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে বিকাশের মাধ্যমে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

“চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোনসেট, সিম কার্ড ও রাউটার জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছেন।”

এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলা করা হবে বলে তিনি জানান।