কিশোরগঞ্জে ধর্ষণের আসামিকে ‘সহায়তা’, ইউপি সদস্য কারাগারে

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের মামলার আসামিকে সহায়তার অভিযোগে আটক এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 06:00 PM
Updated : 21 May 2019, 06:00 PM

মঙ্গলবার কিশোরগঞ্জের বিচারিক হাকিম সাদ্দাম হোসেন এ আদেশ দেন।

একই সঙ্গে ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষা করানোরও নির্দেশ দেয় আদালত।

আটক আব্দুর রশিদ কটিয়াদি উপজেলার লোহাজুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য।

আদালতের জিআরও ঝন্টু মজুমদার একথা নিশ্চিত করেছেন।

এর আগে সকালে কটিয়াদি থানা পুলিশ আব্দুর রশিদকে আটক করে এবং দুপুরে আদালতে হাজির করে।  

মামলার নথি থেকে জানা যায়, লোহাজুড়ি ইউনিয়নের উত্তর লোহাজুড়ি গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে একই গ্রামের সুমন মিয়ার প্রেমের সম্পর্ক ছিল।

এর সূত্র ধরে সুমন গত ১৫ মে মোবাইল ফোনে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ডেকে নেন। পরে একই উপজেলার পূর্বচর পাড়াতলা গ্রামে একটি বাড়িতে তিন দিন আটকে রেখে সহযোগী বন্ধু শোভন ও শামীমসহ সুমন মিয়া মিলে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলার অভিযোগ।

আরও অভিযোগ করা হয়, পরে ১৯ মে রাতে ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদের সহায়তায় সুমন মিয়া, শোভন ও শামীম ওই কিশোরীকে তাদের বাড়িতে দিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর বাবা সুমন মিয়া, শোভন, শামীম ও আব্দুর রশিদকে আসামি করে দলবেঁধে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কটিয়াদি থানায় মামলা করেছেন।  

জিআরও ঝন্টু মজুমদার জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।