খুলনায় হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

খুলনার দিঘলিয়া উপজেলার ভ্যান চালক রমজান আলী হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 05:34 PM
Updated : 21 May 2019, 05:34 PM

মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের  বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোষণা করেন।

এছাড়া দণ্ডিতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

দণ্ডিতরা হলেন দিঘলিয়ার গোয়ালপাড়ার চন্নু মিয়ার ছেলে মো. রাজু (২৪) ও সেকেন্দার আলীর ছেলে ইব্রাহিম তালুকদার (২৩)। এদের মধ্যে ইব্রাহিম তালুকদার পলাতক রয়েছেন। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমন্ত কুমার সরকার মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে জানান, গোয়ালপাড়ার ইনতাজ শেখের ছেলে রমজান আলী (১৫) ভাড়ায় ভ্যান চালাতেন। ২০১৫ সালের ১৫ ডিসেম্বর বিকালে রাজু ও ইব্রাহিম তালুকদার তাকে ভ্যানসহ ভাড়ায় ঠিক করে দিঘলিয়া থেকে খুলনা মহানগরীর দৌলতপুরে নিয়ে যান।

“এরপর তাকে আড়ংঘাটা থানাধীন লতা বাইপাস ব্রিজ এলাকায় নিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন।”

এ ঘটনার আট দিন পর ২৩ ডিসেম্বর স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ রমজানের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরদিন স্থানীয় পত্রপত্রিকা দেখে রমজানের পরিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ সনাক্ত করে বলে হেমন্ত জানান।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই রাজীব শেখ বাদী হয়ে সন্দেহভাজন রাজু ও ইব্রাহিমের বিরুদ্ধে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকর্মকর্তা সিআইডির পরিদর্শক আবুল বাসার ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাজু ও ইব্রাহিমের নামে অভিযোগপত্র দেন।