ফেনীতে ‘অজ্ঞাত তরল পানে’ কিশোরের মৃত্যু

ফেনী সদরে ‘অজ্ঞাত’ তরল পান করার পর এক কিশোরের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 02:34 PM
Updated : 21 May 2019, 02:34 PM

মঙ্গলবার উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আবদুল্লাহ আল নোমান (১৬) মাথিয়ারা গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। তিনি সিএনজি অটোরিকশার চালক এবং ওই গ্রামের মোহাম্মদ আলমের ছেলে।

নোমানের বাবা মোহাম্মদ আলম বলেন, দুপুরে নোমান ঘরের সামনে কোনো এক ধরনের কোমল পানীয় পান করেন। এর কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে যান।

“পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”

তবে কী ধরনের পানীয় ছেলেটি পান করেছেন তা বলতে পারেননি তা বাবা।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নাজমুল হাসান সাম্মি বলেন, বিষাক্ত কোনো পানীয় কিংবা রাসায়নিক জাতীয় কোনো তরল পদার্থ খাওয়ার কারণে তার মৃত্যু হতে পারে।

ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।