উদ্ধার স্বর্ণ আত্মসাৎ চেষ্টার অভিযোগে ৩ পুলিশ আটক

যশোরে পাচারকারী থেকে উদ্ধার স্বর্ণের বার আত্মসাতের চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্যকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2019, 01:14 PM
Updated : 21 May 2019, 01:14 PM

শার্শা থানার এসআই আবুল হাসান বলেন, মঙ্গলবার আটক তিন পুলিশকে আদালতে পাঠানো হলে তাদের জেল হাজতে পাঠানো হয়।

এরা হলেন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তবিবুর রহমান, এএসআই রঞ্জন কুমার মৌত্র ও কনস্টেবল তুষার সরকার।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) সুখদেব রায় বলেন, রোববার বিকাল ৫টার দিকে বেনাপোলের সাজেদুর রহমান ও আক্তার হোসেনকে পুলিশের ওই তিন সদস্য আটক করেন। এ সময় তাদের কাছে আটটি স্বর্ণের বার পাওয়া যায়।

“স্বর্ণের বারগুলি কেড়ে নিয়ে পাচারকারীদের ছেড়ে দেওয়া হয়। স্বর্ণ উদ্ধার হলেও এসব তথ্য তারা গোপন করে আত্মসাৎ করার চেষ্টা করেন এ তিন পুলিশ।”

পরে বিষয়টি জানাজানি হলে তারা আত্মস্বাতের বিষয়টি স্বীকার করেন বলে সুখদেব জানান।

শার্শা থানার এসআই আবুল হাসান বলেন, এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হলে তাদের কাছ থেকে আলামত হিসেবে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।