চুয়াডাঙ্গায় রিভলবার ও ধারালো অস্ত্রসহ ১৩ জন আটক

চুয়াডাঙ্গা শহরের একটি নির্মাণাধীন বাড়ি থেকে রিভলবার ও ধারালো অস্ত্রসহ ১৩ জনকে আটক করা হয়েছে; যারা ‘বড় ধরনের অপরাধ’ ঘটনানোর জন্য সেখানে জড়ো হয়েছিল বলে পুলিশের ভাষ্য।

চুয়াডাঙ্গায় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2019, 08:02 AM
Updated : 20 May 2019, 08:02 AM

সদর থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, শহরের শান্তিপাড়ার ওই বাড়ি থেকে রোববার রাত ১১টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করা হয়।

পুলিশ আটককৃতদের নাম-বয়স বললেও পেশা সম্পর্কে কিছু বলেনি।

আটককৃতরা হলেন- শান্তিপাড়ার আকাশ আলী (১৯), রামিম হোসেন (১৯), গোলাম মোস্তফা (৪৭), জহির উদ্দিন বাদল (৪৫), বাহাউদ্দিন (১৮), ইভান আলী (১৯), আল আমিন (২০), কালু শেখ (৩৫), মোহাম্মদ কাজল (২৭), লিটন হোসেন (১৯) শিহাব উদ্দিন (১৯), আশরাফ আলী (১৭) ও গোলাম রসুল (৪৭)।

ওসি জিহাদ বলেন, “তারা বড় ধরনের কোনো অপরাধমূলক ঘটনা ঘটনানোর জন্য ওই বাড়িতে পরিকল্পনা করছিল বলে পুলিশ সন্দেহ করছে।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কয়েকটি দলে ভাগ হয়ে বিভিন্ন কক্ষে অবস্থান নেয়। পুলিশ বাড়ি ঘিরে তল্লাশি করে ১৩ জনকে আটক করে। পরে রাত ২টা পর্যন্ত তল্লাশি চালিয়ে একটি রিভলবার, কয়েকটি ধারালো অস্ত্র, ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।“

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি জিহাদ।