নোয়াখালীতে বিপনী ও সুপার শপে অর্থদণ্ড

নোয়াখালীতে বিভিন্ন বিপনী বিতান ও সুপার শপে বিভিন্ন অনিয়মের কারণে অর্থদন্ড করছে ভ্রাম্যমাণ আদালত।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 05:56 PM
Updated : 19 May 2019, 05:56 PM

জেলা শহর মাইজদীতে রোববার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এই অভিযান চালান।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহাও ছিলেন।

পণ্যের মোড়কে আমদানিকারকের সীল না থাকা, ক্রয় মূল্যের চেয়ে শতকরা ৫৫-১২০ ভাগ অতিরিক্ত মূল্য আদায় এবং মেয়াদ উত্তীর্ণ ও ক্ষতিকর পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণসহ নানা অভিযোগে এই দন্ড দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান বলেন, অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারা লংঘন করে পণ্যের মোড়কে আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে কেনাকাটা সুপার শপকে ৩০ হাজার টাকা, বিপনি বিতান বিগ বাজারকে ৫০ হাজার টাকা, বিপনি বিতান টার্গেটকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

“এছাড়া ৪১ ধারা লংঘনের দায়ে সুপারশপ ওয়ান মার্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডবিধির ১৮৭ ধারায় মোবাইল কোর্টকে সাহায্য করার জন্য আইনগত বাধ্য হওয়া সত্বেও সহযোগিতা না করার অপরাধে তাজুল ইসলাম (দিলিলপুর, বেগমগঞ্জকে) ২০০ টাকা জরিমানা করা হয়।”

তিনি আরও জানান, মোট ৫ মামলায় ১ লাখ ৫৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।