ফেনীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, কর্মচারী আটক

ফেনীতে নিখোঁজের দুদিন পর এক পোল্ট্রি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ব্যবসায়ীর এক কর্মচারীকে পুলিশ আটক করেছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 05:04 PM
Updated : 19 May 2019, 05:04 PM

রোববার বিকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে রেললাইনের পাশের ডোবায় বেলায়েত হোসেনের (৫২) লাশ পাওয়া যায়।

বেলায়েত ওই ইউনিয়নের মধ্যম ছনুয়া গ্রামের মজিবুল হকের ছেলে।

হত্যায় জড়িত সন্দেহে পোল্ট্রি ফার্মের এক কর্মচারীকে (১৪) পুলিশ আটক করেছে। কিশোর হওয়ায় তার নাম পরিচয় প্রকাশ করা হলো না।

ফেনীর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, গত শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে ছনুয়া কোম্পানি বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন বেলায়েত হোসেন।

স্বজনরা বিভিন্ন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সকালে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে সাজেদুল জানান।

তিনি বলেন, “পুলিশ দোকান কর্মচারী কিশোরটিকে জিজ্ঞাসবাদের এক পর্যায়ে সে জানায়- পূর্ব বিরোধের জেরে বেলায়েত হোসেনকে দা দিয়ে গলা কেটে হত্যা করে খালের পানির নিচে লুকিয়ে রাখে সে।

“পরে তার দেখানো স্থান থেকে বেলায়েতের লাশ উদ্ধার করে পুলিশ।”

ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

পরিদর্শক সাজেদুল আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) উক্য সিং মারমা।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।