কৃষক থেকে সরাসরি ধান কেনার দাবি

সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে নওগাঁ এবং জামালপুরে অনশন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জামালপুর প্রতিনিধিনওগাঁ প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2019, 10:43 AM
Updated : 19 May 2019, 11:36 AM

নওগাঁয় প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে এক হাজার চল্লিশ ১০৪০ টাকা মণ দরে ধান ক্রয় করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

এ দাবিতে স্থানীয় মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে বেলা ১১টা থেকে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন থেকে রাস্তায় ধান ছিটিয়ে ধানের দর কম হওয়ার প্রতিবাদ জানানো হয়।

কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা শাখার সভাপতি মহসীন রেজার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, নওগাঁ জেলার কৃষক সমিতির আহ্বায়ক মুনসুর রহমান, জেলা বাসদের সদস্য সেকেন্দার আলী ও মিতালী সরকার ।

কৃষকদের ধানের নায্য মূল্য দিতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা।  

এদিকে সরকার বেঁধে দেওয়া দামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার দাবিতে জামালপুরে অনশন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

রোববার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাবেক সভাপতি আলী আক্কাছ, জেলার সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, জেলা ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাফিজুল হক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রবিন্দ্র চন্দ্র সূত্রধর বক্তব্য রাখেন।