কলারোয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক ছাত্রলীগনেতার হাত কাটার পর উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের জেলা কমিটি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2019, 06:11 PM
Updated : 18 May 2019, 06:11 PM

বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান বলেন, কলারোয়া ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী জিএম তুষারের হাতের চার আঙুল কেটে নেওয়ার ঘটনার প্রেক্ষিতে এ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

একই সঙ্গে সংগঠন থেকে বাবু, ইমাম ও মন্টুকে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলে এ দুই নেতা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওঅর কথা বলা হলেও কী অভিযোগ তা বলা হয়নি সংঘঠনের প্যাডে পাঠানো এই বিজ্ঞপ্তিতে।

শনিবার রাতে দুপুরে কলারোয়া ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম তুষারের ডান হাতের চার আঙুল কেটে বিচ্ছিন্ন করেছে একদল হামলাকারী, যাদের নেতৃত্বে বর্তমান উপজেলা সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস রয়েছেন বলে তুষারের পরিবারের অভিযোগ। তবে নাইস এ অভিযোগ অস্বীকার করেছেন।