রাস্তায় ধানের বস্তা, সরাসরি ধান কেনার দাবি

কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবিতে গাইবান্ধায় রাস্তায় ধান ভরতি বস্তা ফেলে অবস্থান কর্মসূচি করেছে অন্তত দুইশ কৃষক।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2019, 12:23 PM
Updated : 18 May 2019, 01:43 PM

শনিবার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে সদর উপজেলার দারিয়াপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি এই কর্মসূচির আয়োজন করে।

এই সময় সড়কের দুই পাশে বহু যানবাহন আটকা পড়ে।

সিপিবির সদর উপজেলা সভাপতি ছাদেকুল মাস্টারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, কৃষক নেতা সন্তোষ বর্মণ, কৃষক রঞ্জন রায়, জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, মাথার ঘাম পায়ে ফেলে কৃষক যে ধান উৎপাদন করে; সেই ধান বিক্রি করে উৎপাদন খরচও ওঠে না। এক মণ ধান বিক্রি করে এক কেজি গরুর মাংসও কেনা যায় না।

সরকার নির্ধারিত দামে প্রকৃত কৃষক সরকারি গুদামে ধান দিতে পারে না বরে অভিযোগ করেন তারা।

সরকারি গুদামে ধান বিক্রির স্লিপ শাসক দলের নেতাদের পকেটে থাকার কারণে এ অবস্থা বলে বক্তাদের ভাষ্য।

তাই তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার দাবি জানান।

সরকারি হিসাব মতে, গাইবান্ধা জেলায় ৩ হাজার ৯৩৫ মেট্রিক টন ধান ও প্রায় সাড়ে ২৫ হাজার মেট্রিক টন চাল সরকারিভাবে ক্রয় করা হবে। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলায় শুধু চাল ক্রয় শুরু করা হয়েছে।