নওগাঁয় বজ্রপাতে নিহত ২, ঝড়ে বাড়িঘরের ক্ষতি

নওগাঁর পোরশা উপজেলায় ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2019, 03:10 PM
Updated : 17 May 2019, 03:15 PM

নিহতরা হলেন উপজেলার গানইর গ্রামের আহাদ আলীর ছেলে শফিনুর ইসলাম (৩২) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঠালিপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে হাসান আলী (৩৫)।

নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে আধা ঘণ্টা ধরে পোরশা, সাপাহার, মান্দা, রাণীনগর, আত্রাই, বদলগাছী ও সদর উপজেলার ওপর দিয়ে প্রবলবেগে ঝড় বয়ে যায়। এছাড়া বৃষ্টিও হয়।

“এ সময় বজ্রপাত হলে মাঠে থাকা ধান কাটা শ্রমিক শফিনুর ও হাসান নিহত হন।”

ঝড়ে ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, “জেলার বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। সবচাইতে বেশি ক্ষতি হয়েছে রাণীনগর উপজেলার পারইল, একডালা ও কালিগ্রাম ইউনিয়নে।

“তিন ইউনিয়নে প্রায় অর্ধশত কাঁচা ঘরের চাল উড়ে গেছে। আমসহ অনান্য ফসলের কিছুটা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

এছাড়া বজ্রপাতে গানোইর গ্রামের আব্দুল্লার ছেলে বুলবুল (৩২) আহত হয়েছেন বলে তিনি জানান।