ঢাকা-পঞ্চগড় রুটে আসছে নতুন আন্তঃনগর ট্রেন

ঢাকা-পঞ্চগড় রুটে ২৫ মে নতুন আন্তঃনগর ট্রেন ’পঞ্চগড় এক্সপ্রেস’ চালু হচ্ছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2019, 01:23 PM
Updated : 17 May 2019, 01:23 PM

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন শুক্রবার দুপুরে পঞ্চগড় রেলস্টেশনে সাংবাদিকদের বলেন, ২৫ মে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেন চলাচল উদ্বোধন করবেন।

এর আগে রেলমন্ত্রী পঞ্চগড় রেলস্টেশনে ওই ট্রেন চলাচলের প্রাথমিক প্রস্তুতি পরিদর্শন করেন।

তার সঙ্গে রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় মহাব্যবস্থাপক খন্দকার শহীদুল ইসলাম ছিলেন।

তিনি জানান, ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে বিমানবন্দর স্টেশনে সামান্য বিরতি দেবে। তার পার্বতীপুর পর্যন্ত বিরতিহীন চলবে। এরপর দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে বিরতি দিয়ে পঞ্চগড় স্টেশনে পৌঁছাবে।

“অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ট্রেনটিতে প্রায় এক হাজার আসন থাকবে। আনুপাতিক হারে পঞ্চগড় ও দিনাজপুরে ৩০ শতাংশ করে এবং ঠাকুরগাঁওয়ে ২৫ শতাংশ ও পার্বতীপুরে ১৫ শতাংশ আসন বরাদ্দ থাকবে। চাহিদা বিবেচনায় পরে আসন কমবেশি হবে। ভাড়া হবে আন্তঃনগর দ্রুতযান ও একতার সঙ্গে সামঞ্জস্য রেখে।”

রেলওয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আফজাল হোসেন, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ রেল ও জেলা প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।