কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ চারজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2019, 11:30 AM
Updated : 17 May 2019, 11:30 AM

কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন কুলিয়ারচর উপজেলার আগরপুর গ্রামের শিশু সালমান (১৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের শফিক (২৬)।

ওসি হাই বলেন, গত ১১ মে উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় আব্বাস আলী মার্কেটের একটি ওয়ার্কশপে তেলের লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হন।

“তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে শফিক মারা যান। এর আগে সোমবার রাতে মারা যায় সালমান।”

দুর্ঘটনায় আহত হাকিম (২৭) ও নাইম (১৮) নামে আরও দুইজনকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগুনে তাদের শরীর ৪০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে।