রাজশাহীতে সালিশে জুতাপেটার পর স্কুলছাত্রের ‘আত্মহত্যা’

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে সালিশে জুতাপেটা করার পর এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 12:31 PM
Updated : 16 May 2019, 12:31 PM

ইউনিয়ন পরিষদ সদস্য সালিশ বৈঠক করার কথা স্বীকার করেছেন।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারা জসিম উদ্দিন নামে এই স্কুলছাত্রের লাশ উদ্ধার করেন।

জসিম উপজেলার সাহাব্দিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। স্থানীয় পিরিজপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সে।

এলাকাবাসী জানান, পিরিজপুর এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে জসিমের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এলাকার একটি মাঠে তারা দুইজন দেখা করে। এ সময় স্থানীয়রা তাদের একটি বাড়িতে আটকে রাখে। এ নিয়ে রাতেই সালিশ বসে। সেখানে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জসিমের বাবাকে দিয়ে জসিমকে জুতাপেটা করান। এরপর রাতে আর বাড়ি ফেরেনি জসিম।

ইউপি সদস্য রফিকুল ইসলাম সালিশ বৈঠক করার কথা স্বীকার করেছেন। জসিমকে জুতাপেটা করার বিষয়ে জানতে চাইলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ওসি জাহাঙ্গীর বলেন, “বুধবার রাতে সালিশ বৈঠকে জসিমকে জুতাপেটা করা হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। ধারণা করা হচ্ছে, লজ্জায় সে আত্মহত্যা করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।