কবি হেনরী স্বপন জামিনে মুক্ত

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার কবি হেনরী স্বপনকে জামিন দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 10:39 AM
Updated : 16 May 2019, 10:39 AM

হেনরী স্বপনের আইনজীবী সুভাষ চন্দ দাস জানান, বৃহস্পতিবার জামিন আবেদন করা হলে বরিশাল সিটি করপোরেশনের মুখ্য বিচারিক হাকিম শামীম আহম্মেদ মঞ্জুর করে আদেশ দেন।

মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে হেনরী স্বপনের বিরুদ্ধে মামলা করেন বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লরেন্স ল্যাকা ডালিয়ে গোমেজ।

ওই দিনই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বরিশাল কবিতা পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদি হাসান জানান, গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় বোমা হামলায় দুই শতাধিক মানুষ নিহত হওয়ায় যখন গোটা বিশ্ব শোকে কাতর, তখন (২২ এপ্রিল) বরিশালে ক্যাথলিক ডাইওসিসের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্টার সানডে উদযাপন করেন।

“এ ঘটনার নিন্দা জানিয়ে ২৩ এপ্রিল 'রোম যখন পুড়ছে বিশপ সুব্রত তখন বাঁশি বাজাচ্ছে' শিরোনামে ফেসবুকে স্ট্যাটাস দেন কবি হেনরি স্বপন।”

এরপর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনেন ডালিয়ে গোমেজ।