কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2019, 01:47 PM
Updated : 13 May 2019, 01:57 PM

সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এই রায় দেন। রায়ে আরেক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডিত বাদশা মিয়া ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মোজাম আলীর ছেলে।

দুটি অভিযোগে বাদশা মিয়ার বিচার ও সাজা হয়। ধর্ষণের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপহরণের দায়ে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উভয় দণ্ড একইসঙ্গে কার্যকর হবে বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আব্দুর রাজ্জাক।

পিপি আব্দুর রাজ্জাক বলেন, ২০০৮ সালের ৬ জুন বাদশা মিয়া প্রতিবেশীর কিশোরী মেয়েকে (১৪) অপহরণ করে। এরপর ২০ কিলোমিটার দূরে একই উপজেলার উত্তর ঢলডাঙ্গা গ্রামে খালাত ভাইয়ের বাড়ি নিয়ে সারা রাত ধর্ষণ করে।

মেয়েটির বাবা ছয়দিন পর (১২ জুন) আদালতে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি আব্দুর রাজ্জাক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।