কুমিল্লায় হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা এক নারীকে কেরসিন দিয়ে পুড়িয়ে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2019, 01:36 PM
Updated : 13 May 2019, 02:01 PM

কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম এ আউয়াল সোমবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত তালেব হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাতাইনকোট গ্রামের মকবুল হোসেনের ছেলে  ও একই গ্রামের আবদুল রহমানর স্ত্রী জোসনা বেগম।

মামলার বিবরণে বলা হয়, তালেব গ্রামের একটি মেয়েকে বিয়ের কথা দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে তালেবকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। এ সময় তালেব টালবাহানা করে সময় ক্ষেপন করতে শুরু করে।

এর জেরে ২০১১ সালের ২৩ জানুয়ারি রাতে একই গ্রামের আবদুল রহমানর স্ত্রী জোসনা বেগমকে দিয়ে মেয়েটিকে ঘর থেকে ডেকে আনে তালেব। সেখানে মেয়েটির শরীরে  কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে তালেব ও জোসনাকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ১৭ এপ্রিল পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে এ মামলার  বিচারকাজ শুরু হয়।