টাঙ্গাইলে অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2019, 12:30 PM
Updated : 13 May 2019, 12:31 PM

সোমবার উপজেলার এলাসিন-টাঙ্গাইল সড়কের আটিয়া মাজার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে বাসাইল থানার এসআই মনোয়ার হোসেন জানিয়েছেন।

নিহত শামীমা আক্তার বীথি (১৮) উপজেলার দেউলি ইউনিয়নের ঝুনকাই গ্রামের শওকত মল্লিকের মেয়ে এবং আটিয়া মহিলা মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী।  

আহতদের টাঙ্গাইল জেনালের হাসপাতালে পাঠানো হয়েছে।

দেলদুয়ার থানার ওসি সাইদুল হক ভূইয়া বলেন, দেলদুয়ার থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশা আটিয়া মোড়ে পৌঁছলে বিপরীতমুখী আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বীথি নিহত হন।

এ ঘটনায় পুলিশ দুই অটোরিকশা জব্দ করলেও চালক দুজন পালিয়ে গেছে। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শামীমা টাঙ্গাইল থেকে কলেজে যাচ্ছিলেন একটি অভ্যন্তরীণ পরীক্ষা দেওয়ার জন্য।

এদিকে সহপাঠী নিহত হওয়ার খবর পেয়ে বেলা ১১টার দিকে কলেজের কয়েকশ শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে টাঙ্গাইল-এলাসিন সড়কের সিলিমপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

পরে জনপ্রতিনিধিরা গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

কলেজ পরিচালনা কমিটির সদস্য এবং আটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক অবরোধ ও বিক্ষোভের বিষয় নিশ্চিত করেছেন।