ময়মনসিংহে হত্যা মামলায় ভাইয়ের প্রাণদণ্ড

ময়মনসিংহের মুক্তাগাছায় ছয় বছর আগে এক শিশুকে হত্যার দায়ে তার ফুপাতো ভাইকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।  

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2019, 10:29 AM
Updated : 13 May 2019, 10:30 AM

সোমবার দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক হেলাল উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত রাকিবুল ইসলাম রাকিবের বাড়ি মুক্তাগাছা উপজেলার পাইকাশিমূল গ্রামে।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইদ্রিস আলী আকন্দ মামলার বরাতে বলেন, ২০১৩ সালের ১৯ অক্টোবর পাইকাশিমূল গ্রামের আরব আলীর দশ বছরের ছেলে মাহাবুবুর রহমান মারুফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ফুফাতো ভাই রাকিবুল।

পরে মারুফকে পুকুরের পানিতে চুবিয়ে এবং ছুরি দিয়ে গলাকেটে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রাকিবুল, তার ভাই রেজাউল করিম এবং তাদের বাবা আব্দুর রাজ্জাকের নামে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ওই বছরের জুন মাসে পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

অপরাধ প্রমাণিত না হওয়ায় রাকিবুলের বাবা ও ভাইকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান ইদ্রিস আলী।