একবারে ৩ সন্তানের মা হলেন সাদুল্লাপুরের সুমি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক দরিদ্র গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের মা হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2019, 04:40 PM
Updated : 11 May 2019, 04:45 PM

ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে শনিবার সুমি বেগমের (২৫) সন্তানরা ভূমিষ্ঠ হয়। তাদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। বর্তমানে সন্তান ও প্রসূতি সুস্থ রয়েছেন।

সুমি বেগম বোয়ালীদহ গ্রামের আব্দুস সামাদ মিয়ার মেয়ে ও উপজেলার গঙ্গানারায়ণপুর গ্রামের রাজমিস্ত্রী নুরুন্নবী মিয়ার স্ত্রী।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা জানান, শনিবার ভোরে স্বাভাবিক প্রক্রিয়ায় সুমির তিনটি সন্তান ভূমিষ্ঠ হয়।

তিনি বলেন, “খবর পেয়ে শনিবার বেলা ১টার দিকে আব্দুস সামাদ মিয়ার বাড়ি গিয়ে দেখি টিনের ছাউনী দিয়ে তৈরি ঘরে প্রখর রোদের তাপে তিনটি সন্তান নিয়ে অযত্ম অবহেলায় পড়ে আছেন সুমি বেগম।”

তিনি তাদের জন্য একটি টেবিল ফ্যানের ব্যবস্থা করেন এবং সুমিকে নগদ কিছু টাকা দিয়েছেন বলে সুমি জানিয়েছেন।

সুমি সাংবাদিকদের বলেন, তার স্বামী নুরুন্নবী মিয়া ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সন্তান ভূমিষ্ট হওয়ার খবর তাকে মোবাইল ফোনে দেওয়া হয়েছে। তবে বাড়ি আসবেন কিনা তা তিনি জানাননি।

তার কাছে সন্তানদের প্রাথমিক চিকিৎসা ও খাবারের তেমন ব্যবস্থা নেই জানিয়ে সুমি বলেন, ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা তাকে একটি টেবিল ফ্যান ও কিছু নগদ টাকা দিয়েছেন।