রংপুরে ২ ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

রংপুরে পৃথক অভিযানে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ-জেএমবির সদস্য সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা নিষিদ্ধ ওই সংগঠনের সক্রিয় সদস্য বলে র‌্যাব জানিয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2019, 04:15 PM
Updated : 11 May 2019, 04:15 PM

রংপুরের র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার খন্দকার গোলাম মোর্ত্তূজা জানান, শনিবার জেলার হারাগাছ ও গঙ্গাচড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন রংপুর মহানগরীর হারাগাছ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৮) এবং গঙ্গাচড়া উপজেলার তালপট্টি এলাকার সেকান্দার আলীর ছেলে নুরুল ইসলাম (২৭)।   
গোলাম মোর্ত্তূজা জানান, র‌্যাবের জঙ্গি সেলের একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হারাগাছ এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য  রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

“তার হেফাজত থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।”

তার দেওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গাচড়ার তালপট্টি এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকেও উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয় বলে গোলাম মোর্ত্তূজা জানান।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত গোপনে সংগঠনের সদস্য সংগ্রহ, চাঁদা সংগ্রহ, গোপন বৈঠকসহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে স্বীকার করেছেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।