কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2019, 12:05 PM
Updated : 11 May 2019, 12:05 PM

শনিবার আগরপুর বাসস্ট্যান্ডের আব্বাস আলী মার্কেটে একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সালমান (১৩), হাকিম (২৭), শফিক (২৬) ও নাইম (১৮)।

প্রথম তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নাইমকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওয়ার্কসপটিতে শ্রমিকরা তেলবাহী একটি ট্যাংকলরির ঝালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ ওই লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এর বিভিন্ন অংশ শূন্যে উড়ে যায় এবং সিলিন্ডারটি মার্কেটেরে টিনের চালার উপর পড়ে।

এতে সাত-আটটি দোকানের টিনের চালা ও শাটার ক্ষতিগ্রস্ত হয় বলে পুলিশ জানিয়েছে।

কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার বলেন, লরিটি মেরামতের সময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। তবে লরিটি তেলশূন্য থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।