আসামি ধরতে গিয়ে হামলার শিকার, নীলফামারীতে ৪ পুলিশ আহত

নীলফামারীর সৈয়দপুরে এক মাদক কারবারিকে ধরতে গিয়ে চার পুলিশ হামলার শিকার হয়েছেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2019, 05:13 AM
Updated : 10 May 2019, 05:21 AM

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার লক্ষণপুর দোলাপাড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় শীর্ষ ‘মাদক বিক্রেতা’ ও একাধিক মামলার আসামি হাসান আলী ও লিটন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। হাসানের কাছ থেকে ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

আহতরা হলেন- সৈয়দপুর থানার এএসআই নূর আমিন, পুলিশ সদস্য শওকত আলী, আবুল কালাম আজাদ ও গনেশ রায়। তাদের সৈয়দপুর ‍উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারের ভাষ্য, গোপনে খবর পেয়ে হাসানকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে।

“এ সময় অন্যান্য মাদক কারবারিরা হাসানকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা করে। পরে গ্রামবাসীদের সহায়তায় হাসান ও ‘হামলাকারী’ লিটনকে গ্রেপ্তার করা হয়। ” 

এ ঘটনায় মামলা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।