বান্দরবানে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বান্দরবানে লামা উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2019, 01:46 PM
Updated : 8 May 2019, 01:46 PM

বুধবার বিকালে ফাঁসিয়াখালী ইউনিয়নে ডুলাহাজরা-সাপেরগারা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন রহিমা বেগম (৫০), আবু তালেব (৩২) ও স্কুলছাত্র ইব্রাহিম (১৫)। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কুরুকপাতা ঝিরির বাসিন্দা।

আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী চট্টগ্রামের চকরিয়ার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি (স্থানীয়ভাবে টমটম নামে পরিচিত) সাতজন যাত্রী নিয়ে চট্টগ্রামের চকরিয়ার ডুলাহাজরা বাজারে যাচ্ছিল।

“পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।”

লামা থানার ওসি আপ্পেলু রাজু নাহা জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।