বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবান সদর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, অপহরণ করা হয়েছে আরেক কর্মীকে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2019, 06:02 AM
Updated : 8 May 2019, 08:40 AM

সদর থানার ওসি শহীদুল আলম চৌধুরী জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলা রাজবিলা ইউনিয়নে তাইংখালী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত বিনয় তঞ্চঙ্গ্যার বাড়ি রাঙ্গামাটির কাপ্তাই এলাকায়। তাইংখালী বাজারে একটি মুদি দোকান চালাতেন তিনি।

‘অপহৃত’ পুরাধন তঞ্চঙ্গ্যার (৪২) বাড়ি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাবার বাগানের  ৯ নম্বর এলাকায়।

জনসংহতি সমিতির জেলা সভাপতি উছোমং মারমা এ ঘটনার জন্য মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টিকে (এএলপি) দায়ী করেছেন।

উছোমং বলেন, বিনয় ও পুরাধন জনংসহতি সমিতি সমর্থিত যুব সমিতির রাজবিলা ইউনিয়ন শাখার কর্মী ছিলেন।

রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্র মারমা বলেন, “তাইংখালী বাজারে বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়ে রাবার বাগানের ৯ নম্বর এলাকা থেকে আরেজনকে অপহরণ করা হয়েছে বলে আমি স্থানীয়দের কাছে জেনেছি।”

ওসি বলেন, “এ ঘটনায় থানায় এখনও কেউ মামলা করনি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিহত বিনয় তঞ্চঙ্গ্যার লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।