নোয়াখালীতে নিয়ন্ত্রণহীন বাস খালে, নিহত ৩

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ যাত্রী।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2019, 05:35 AM
Updated : 8 May 2019, 08:23 AM

চাটখিল থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান,  উপজেলার মুন্সর রাস্তা মাথা এলাকার চাটখিল-রামগঞ্জ সড়কে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর উদ্দিন (৪০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরের লেদু মিয়ার ছেলে ও নুর আলম (৪০) কুমিল্লার শাসনগাছার জহিরুল ইসলামের ছেলে।

অপর একজনের বয়স ৩৫ বলে ধারণা করছে পুলিশ, তাৎক্ষণিকভবে তার পরিচয়   জানা যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে সেখান থেকে পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতালে।

পুলিশ পরিদর্শক সাইফুল বলেন, চাটখিল থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে জননী পরিবহনের বাসটি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খালে পড়ে যায়। 

“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দর সহায়তায় তিনজনের লাশ উদ্ধার করে।”

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।