গাইবান্ধায় ব্রহ্মপুত্রে নৌকা ডুবে নিহত ৩

গাইবান্ধা সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে তিনজন নিহত হয়েছেন; এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2019, 11:39 AM
Updated : 7 May 2019, 11:50 AM

জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে গিদারি ইউনিয়নের নয়াগ্রামে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ইউনিয়নের ধুতিচোরা গ্রামের ইনছার আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৫), একই ইউনিয়নের দক্ষিণ গিদারি গ্রামের আইজল মুন্সীর স্ত্রী ফিরোজা বেওয়া (৪০) ও একই গ্রামের সাজু মিয়ার মেয়ে সান্ত্বনা খাতুন (১০)।

এছাড়া নিখোঁজ ছয়জনের মধ্যে দুইজনের নাম-পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন দক্ষিণ গিদারি গ্রামের মিনহাজ মিয়ার মেয়ে মেরেনা আকতার (১৩) ও ধুতিচোরা গ্রামের ফুল মিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪০)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নয়া গ্রাম থেকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে ধুতিচোরা চরে ভুট্টাক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন শ্রমিকরা। মাঝ নদে নৌকাটি ডুবে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বখতিয়ার বলেন, “সর্বাধিক ৩০ জনের ধারণক্ষমতার নৌকাটিতে ৫০ জন যাত্রী ওঠানোর কারণে ডুবে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

“এ সময় নয় যাত্রী পানিতে ডুবে যান। তাদের মধ্যে বিকাল ৪টা পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়। এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পেরেছেন।”

রংপুর থেকে আসা ডুবুরিদল নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

জেলা প্রশাসক মো. আবদুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায়, সদর থানার ওসি খান মো. শাহরিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতদের পরিবারপ্রতি ১০ হাজার করে টাকা অনুদান দেওয়া হবে বলে জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানিয়েছেন।