ঝিনাইদহে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2019, 06:38 AM
Updated : 7 May 2019, 06:38 AM

উপজেলা শহরে সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান।

শৈলকুপা থানার এএসআই ওয়েস রকুন এ ঘটনায় আহত হয়েছেন।বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মধ্যে দুইজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে; বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন সিকাদারের সঙ্গে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র কাজী আশরাফুল আজমের মধ্যে বিরোধ চলছিল।

“এর জেরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়; একটি গাড়িতে ভাংচুর চালানো হয়। এ সময় উভয় পক্ষের চারজন এবং ইটের আঘাতে এএসআই ওয়েস আহত হন।”

পরে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে ওসি জানান। 

এ পুলিশ কর্মকর্তা বলেন, নতুন কোনো সংঘর্ষ এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।