শাবিতে রাজীবের উপর হামলা, ৯ ছাত্রলীগকর্মী বহিষ্কার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা রাজিব সরকারের উপর হামলার ঘটনায় সংগঠনটির নয় নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 03:44 PM
Updated : 6 May 2019, 03:47 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছাত্রলীগের বাংলা বিভাগ কমিটির যুগ্ম সম্পাদক রাজীব সরকারের উপর ধারালো অস্ত্র ও জিআই পাইপ দিয়ে হামলা চালায় একদল যুবক।

রাজীবকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথা ও পিঠে ৭০টির মতো সেলাই দিতে হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের মো. রিশাদ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাহবুব আল আমিন, বাংলার কাওসার আহমেদ সোহাগ, লোক প্রশাসনের সুমন মিয়া, সুজন বৈষ্ণব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ইফতেখার আহমদ রানা, সমুদ্র বিজ্ঞানের আমিনুল ইসলাম, লোকপ্রশাসনের আবদুল বারী সজীব, সমাজর্কম বিভাগের মুস্তাকিম আহমেদ প্রমুখ।

এরা সবাই  শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

হামলার পর গত ২৫ মার্চ জালালাবাদ থানায় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন বাদী হয়ে বহিষ্কৃতদের আসামি করে একটি মামলা করেন। এই মামলায় ছাত্রলীগের সহ-সভাপতি মুস্তাকিম আহমেদ মুস্তাক আটক রয়েছেন।

রেজিস্ট্রার বলেন, “তারা অপরাধী। তাদের উপর মামলা আছে। তারা সাধারণ শিক্ষার্থীদের মতো ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারে না। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িক বহিষ্কার করেছে।”