মাধ্যমিকে বরিশালে বেড়েছে পাসের হার, জিপিএ-৫

বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষা পাসের হার ও জি্ি-ে৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কিছুটা বেড়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 01:06 PM
Updated : 6 May 2019, 01:06 PM

সোমবার দুপুর ১২টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম।

এবছর বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৭ দশমিক ১১ শতাংশ।

এর আগে পাসের হার ২০১৭ সালে ৭৭ দশমিক ২৪, ২০১৬ সালে ৭৯ দশমিক ৪১ শতাংশ এবং ২০১৫ সালে ৮৪ দশমিক ৩৭ শতাংশ ছিল।

এই বোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৮৯ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে ৭২৭টি বেশি।

এবছর মোট এক লাখ ৬ হাজার ৬২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৫৩৫ জন।

এদের মধ্যে ছাত্র ৩৯ হাজার ১৩৮ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৯৭ জন।

জিপিএ-৫ ও পাসের দিক থেকে এবছরও ছাত্রীরা এগিয়ে।

ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৩৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৭৪ দশমিক ৪১ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ২২১৭ জন ছাত্রী, বিপরীতে ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৭২ জন।