চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

চাঁদপুরে ছয় বছর আগে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 10:14 AM
Updated : 6 May 2019, 10:46 AM

সোমবার চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ফারুক হোসেন হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মুন্সী বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।

মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক ফারুককে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, হাজীগঞ্জ উপজেলার পালিশারা গ্রামের দুবাই প্রবাসী হাসান আলীর মেয়ে আকলিমার সঙ্গে ২০১৩ সালে ফারুকের বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারুক যৌতুকের জন্যে আকলিমাকে বিভিন্নভাবে চাপ দিত। টাকা না পেয়ে প্রায়ই আকলিমাকে মারধর করতো ফারুক।

এর জেরে ২০১৫ সালের ২৯ জুন দুপুরে আকলিমাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে বাড়ির উঠান থেকে আকলিমার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আকলিমার মামা মো. আবুল কালাম বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় ফারুক ও তার মা মনি বেগমকে আসামি করে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে হাজীগঞ্জ থানার এসআই বিপ্লব কুমার সিংহ ২০১৬ সালের ৯ জুন দুইজনের নামে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়। 

অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর আসিামি মনি বেগমকে মামলা থেকে খালাস দেয় আদালত।