ফেনীতে ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

ফেনীতে ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 09:00 AM
Updated : 6 May 2019, 09:00 AM

ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই মো. হারুন উর রশিদ জানান, রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পেয়ারা বেগম (২৬) ফেনী শহরের টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।

এসআই বলেন, পেয়ারা তার শিশু সন্তানকে কোলে নিয়ে ফেনী রেলস্টেশন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি সন্তানসহ ছিটকে পড়েন।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ”

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের ভূইয়া জানান, “মাথায় অতিরিক্ত আঘাতের কারণে ওই নারীর মৃত্যু হয়। তার সন্তান আঘাত পেয়েছে,তবে  তেমন গুরুতর নয়। 

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।