ময়মনসিংহ সিটি নির্বাচন: ৩৩ বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর যারা

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ফলাফল রোববার রাতে ঘোষণা করা হয়েছে; মেয়র প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় প্রায় তিন লাখ ভোটার ভাগ্য নির্ধারণ করেছেন শুধু কাউন্সিলর প্রার্থীদের।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2019, 05:08 AM
Updated : 6 May 2019, 05:08 AM

রোববার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে রিটানিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনের নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলরদের নাম ঘোষণা করেন।

এরপর ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

দেশের দ্বাদশ সিটি করপোরেশন ময়মনসিংহের এ নির্বাচনে ১২৭টি ভোটকেন্দ্রের সবগুলোতেই ভোটগ্রহণ হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটুকে গত ১৭ এপ্রিল মেয়র পদে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজয়ী সাধারণ ওয়ার্ড কাউন্সিলররা হলেন-১ নম্বর মো. আসাদুজ্জামান বাবু (৩৪৭৮ ভোট), ২ নম্বর গোলাম রফিক দুদু (১৮১৪), ৩ নম্বর শরিফুল ইসলাম (২৯৮১),৪ নম্বর মো.মাহবুবুর রহমান দুলাল (১৯১১), ৫ নম্বর নিয়াজ মোর্শেদ (১৩৭২),  ৬ নম্বর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (২৫০৩), ৭ নম্বর আসিফ হোসেন ডন (১৪৯০), ৮ নম্বর ফারুক হাসান (১৮৫৭), ৯ নম্বর শীতল সরকার (২২৬১), ১০ নম্বর তাজুল আলম (১৮২৯), ১১ নম্বর ফরহাদ আলম (১৮৬৩), ১২ নম্বর আনিসুর রহমান (২১০১)  ১৩ নম্বর দেলোয়ার হোসেন (১৬২৮), ১৪ নম্বর ফজলুল হক উজ্জ্বল (১৩৪১), ১৫ নম্বর মাহবুব আলম হেলাল (২০৫০), ১৬ নম্বর মো. আব্দুল মান্নান (১৯২৯), ১৭ নম্বর মো. কামাল খান (২০৫৮), ১৮ নম্বর হাবিবুর রহমান হবি (২৮১৯), ১৯ নম্বর আব্বাস আলী মণ্ডল (৩২০০), ২০ নম্বর সিরাজুল ইসলাম (২১১৩), ২১ নম্বর মোস্তফা ফারুক (৯৭১),২২ নম্বর মো. মোস্তফা কামাল (১০১১), ২৩ নম্বর ওয়ার্ডে সাব্বির ইউনুস (১৭৪৩),২৪ নম্বর আমিনুল ইসলাম (৯৪৫), ২৫ নম্বর মনোয়ার হোসেন বিপ্লব (১১২৯), ২৬ নম্বর শফিকুল ইসলাম (১৯৪৭), ২৭ নম্বর মো. শামছুল হক লিটন (১৯৭৭), ২৮ নম্বর কায়সার জাহাঙ্গীর আকন্দ (১৯৩৫), ২৯ নম্বর রফিকুল ইসলাম (১০২১), ৩০ নম্বর আবুল বাশার (১৫৭৮), ৩১ নম্বর আসাদুজ্জামান (৩১০৯), ৩২ নম্বর এমদাদুল হক মণ্ডল (২৩৮৩) ৩৩ নম্বর শাহজাহান মুনীর (৪৫১৮)

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন-১,২,৩ নম্বর ওয়ার্ডে সেলিনা আক্তার (৩৮০৬ ভোট), ৪,৫,৬ নম্বর শাম্মী আক্তার মিতু (৪৮৫৯), ৭,৮,৯ নম্বর হামিদা পারভীন (৩৩০৮), ১০,১১,১২ নম্বর রোকসানা শিরিন (২৩১০), ১৩,১৪,১৫ নম্বর রোকেয়া হোসেন (৪৫৯১), ১৬,১৭,১৮ নম্বর রোকসানা পারভীন (৪৪০৭),  ১৯,২০ ২১ নম্বর শামীমা আক্তার (৯৮৫৪), ২২,২৩,২৪ নম্বর শাহনাজ বেগম (৪৩০৯), ২৫,২৬,২৭ নম্বর আইরিন আক্তার (৪৯৬৪), ২৮,২৯,৩০ নম্বর কাউসার-ই-জান্নাত (৫১২৭), ৩১,৩২,৩৩ নম্বর ফারজানা ববি কাকলী (৬৫৬৭)।