বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, পল্লি বিদ্যুতের অবহেলার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 04:37 PM
Updated : 5 May 2019, 04:37 PM

রোববার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নাজিরপুর থানার ওসি মনিরুল ইসলাম মুনির।

নিহত আক্কাস আলী শেখ (৬২) পেনাখালী গ্রামের মৃত করিম শেখের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, পল্লি বিদ্যুতের লোকজনের অবহেলার কারণে ছিঁড়ে পড়া তারে জড়িয়ে আক্কাস আলীর মৃত্যু হয়েছে।

আক্কাস আলীর শ্যালক নজরুল দাড়িয়া জাবলেন, গত শনিবার পল্লি বিদ্যুৎ অফিসের  লোকজন আক্কাস আলীর বাড়ির রান্নাঘরের পাশে বিদ্যুতের মেইন লাইন কেটে তার সেখানে ফেলে রাখেন।

“এ সময় আক্কাস আলী সেখানে তার ফেলে রাখতে নিষেধ করলে তারা বলেন- ওই তারে বিদ্যুৎ নাই, কোনো সমস্যা হবে না।”

নজরুল বলেন, রোববার আক্কাস আলী তার বাড়ীর আঙ্গিনায় ধান শুকিয়ে ক্লান্ত হয়ে রান্না ঘরের পাশে একটি আম গাছের নিচে বিশ্রাম নিতে গেলে সেখানে ফেলে রাখা ওই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে পিরোজপুর পল্লি বিদ্যুৎ সমিতির আওতাধীন নাজিরপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সুমন সাহা বলেন, “বিষয়টি তদন্তপূর্বক এ ঘটনায় পল্লি বিদ্যুতের কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।”

নাজিরপুর থানার ওসি মনিরুল ইসলাম মুনির বলেন, এ সংবাদ পেয়েই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।