ফণী: মাদারীপুরে তলিয়ে গেছে ৭ হাজার হেক্টর জমির ফসল

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদ-নদীতে পানি বেড়ে ও বৃষ্টির পানিতে তলিয়ে মাদারীপুরে সাত হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 01:01 PM
Updated : 5 May 2019, 01:05 PM

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার জানান, জেলার বিষারকান্দি নদীর পানি বেড়ে কালিকিনি উপজেলার শশিকর খালে বাঁধ ভেঙে কালাইতলা বিলের দুই হাজার হেক্টর পাকা ধান তলিয়ে গেছে।

“এছাড়া সদর উপজেলায় ২ হাজার ৫০০ হেক্টর, শিবচরে ২ হাজার ১০০ হেক্টর, ও রাজৈর উপজেলায় ১ হাজার ১০০ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়েছে।”

এছাড়া ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে রাজৈর উপজেলার ১৫০টি ঘর শিবচর উপজেলায় ১০৭টি, সদরে ৫০০টি ও কালকিনিতে ১২০টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে বলে জানান বলে আবদুল জব্বার জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ফণীতে পুরো জেলায় ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।