টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 09:13 AM
Updated : 5 May 2019, 09:13 AM

রোববার সকালে উপজেলা সদরের খোনকারপাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন বিচ এলাকায় গোলাগুলির ওই ঘটনায় নিহত মো.আবদুল্লাহকে (২৪) মাদক কারবারী বলে দাবি করছে বিজিবি।

আবদুল্লাহ টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খাঁন বলেন, খোনকারপাড়া মেরিন ড্রাইভ সড়ক দিয়ে  মাদক পাচারের গোপন খবরে বিজিবির একটি দল সেখানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় মোটর সাইকেলে আসা মাদক কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে বিবিজিও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

এছাড়া ঘটনাস্থল থেকে দশ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও নম্বারবিহীন একটি মোটর সাইকেল উদ্ধারের কথা জানায় বিজিবি।