ঘূর্ণিঝড় ফণী: বাগেরহাটে ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন

ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে বাগেরহাটে উপকূলীয় এলাকায় ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 08:34 AM
Updated : 5 May 2019, 08:34 AM

বাগেরহাটে পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন জানান, জেলার নয় উপজেলার তাদের ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।

তিনি বলেন, “শুক্রবার সকাল থেকে ফণীর তাণ্ডব শুরু হলে পল্লী বিদ্যুতের ১৬টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায় ও ৬১টি খুঁটি হেলে পড়ে এবং ১৬টি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এতে মোট ২ লাখ ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন।”

জাকির জানান, ঝড়ের পর পল্লী বিদ্যুতের কর্মীরা মেরামতের কাজ শুরু করে। শনিবার রাত পর্যন্ত ২ লাখ ১৫ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বাকি ৬০ হাজার গ্রাহককে রোববার সন্ধ্যার মধ্যে সংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ঝড়ে তাদের ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পল্লীবিদ্যুৎ এর এ কর্মকর্তার দাবি।