ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাডাইং অফিসার আটক

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে সিল দেওয়া ব্যালট পেপারসহ এক প্রিজাইডিং অফিসার আটক হওয়ার পর তার কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2019, 06:30 AM
Updated : 5 May 2019, 06:30 AM

আটক ফয়জুর রহমান উপজেলার সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে ছিলেন।

ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, রোববার সকাল ৮টায় ভোট শুরুর আধা ঘণ্টার মাথায় ফয়জুর রহমানকে নৌকার সিল মারা ব্যলট পেপারসহ আটক করা হয়।

এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইকবাল হোসেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন সরকারসহ মোট চারজন এ পদে ভোটের লড়াইয়ে আছেন। 

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচনে। উপজেলার ১২২টি কেন্দ্রে ভোটার রয়েছেন মোট ৩ লাখ ১৫ হাজার ৫০৮জন।

গত ২৮ মার্চ ত্রিশালে ভোট হওয়ার কথা থাকলেও হাই কোর্টের এক আদেশে তা স্থগিত হয়ে যায়। পরে আপিল বিভাগে ওই মামলার নিষ্পত্তি হলে নির্বাচন কমিশন ত্রিশালের নির্বাচনের জন্য ৫ মে ভোটের দিন ঠিক করে দেয়।